বৃটিশদের আগমনের পূবে পঞ্চায়েত নামে যে সংস্থা প্রচলিত ছিল তার অন্যতম প্রধান দায়িত্ব ছিল বিচার কাযসম্পাদন ও ঝগড়া-বিবাদের মীমাংসা করা। বৃটিশরা যদিও প্রথমে এই দায়িত্ব স্থানীয় সংস্থার উপর অপর্ন করেনি বিংশ শতাব্দীর প্রথম ভাগেই ১৯১৯ সালে পল্লী স্বায়ত্ব শাসন আইনের মাধ্যমে ইউনিয়ন বোর্ডকে দেওয়ানি ও ফৌজদারী উভয় প্রকার মামলার বিচার কাজ করার এখতিয়ার দেয়া হয়। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রথম কয়েক বছর যদিও ইউনিয়ন পযার্য় কোন বিচার করার কোন সুযোগ ছিল না কিন্তু গ্রাম আদালত অর্ডিন্যান্স ১৯৭৬ এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোকে পুনরায় বিচার কায সম্পাদনের দায়িত্ব দেয়া হয়েছে। বিচার নিস্পত্তিমূলক ও সহজলভ্য করার উদ্দেশ্যেই এ আদালত প্রবর্তন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস