Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অন্যান তথ্য

ভালো শিক্ষার্থীর কিছু গুনাগুন

 

 

 

আমরা যারা অনেকে নিজেকে নির্দোস ও নির্ভেজাল মনে করি তারা আসলে কি নির্ভেজাল?আসুন আমরা দেখে নিই আমাদের দৈনন্দিন ছাত্র জীবনে ঘটে যাওয়া কিছু ভুল ও সঠিক তথ্য যা আমাদের ব্যক্তিত্বে ব্যপক প্রভাব বিস্তার করে থাকে।

আমরা অনেকেই ধুমপান করি। আবার অনেকে করিনা। কিন্ত ধুমাপন করা স্বাস্থের জন্য ক্ষতিকর এটা আমরা সবাই জানি। একথা সত্য যে,ধুমপান করলে হতে পারে জটিল ও কঠিন রোগ যা জীবন নাশের কারন হতে পারে।এই ধুমপানজাতক পন্য কোন পচা আবর্জনা ফেলা রজায়গাতেই মানায়,অথচ আমরা ছাত্র সমাজ এটাকে আদর করে স্হান দেই আমাদের শার্টের পকেটে। অনেকে আবার খাটের নিচে।কেউ কেউ কানে গুজে রাখেন স্টাইল হিসেবে। যরা ধুসপান করেন তাদের বলি আপনি কখনও ভেবে দেখেছেন যে আপনার সুন্দর ঠোচের কি অবস্থা হয়েছে? আমি জানি আপনারা আয়নায় আপনার সুন্দর ঠোটের কালো অংশটা একবারও লক্ষ করেন না। এখনি একবার আয়নাতে ভালো করে দেখে নিন। আর ভাবুন। জানি খারাপ লাগবে। আমার কথায় রাগ হলে ধুমপান আজি বন্ধ রাখুন। কারন আমি আপনাদের ভালো ছাত্রদের গুনাবলির গুনগুলো বলছি। যোগ করছি না মোটেও।